প্রথম শ্রেণীতে শিক্ষক ছাত্রদের পড়া ধরছেন—
শিক্ষক: বিল্টু, বলো তো রোম কখন তৈরি হয়েছিল?
বিল্টু: রাতে, স্যার।
শিক্ষক: তুমি কী মনে করে এটা বললে, বলো তো শুনি?
বিল্টু: স্যার, আমার বাবা তো প্রায়ই বলেন যে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। তার মানে তো রাতই বোঝায়।
পূর্ববর্তী:
« রোগের বিবরণ
« রোগের বিবরণ
পরবর্তী:
রোমান্টিক গল্প – য়্যু. লিখলেতভ »
রোমান্টিক গল্প – য়্যু. লিখলেতভ »
Leave a Reply