ছোট্ট একটি ছেলে একটি বাসার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ডোরবেল বাজানোর চেষ্টা করছে। এক বৃদ্ধ তাঁর এ চেষ্টা দেখে বললেন, ‘বাবু, কী করছো তুমি?’ ছেলেটি বলল, ‘কাকু, আমি এই ডোরবেলটি বাজানোর চেষ্টা করছি।’ এ কথা শুনে বৃদ্ধটি হাসিমুখে বেলটি নিজেই বাজিয়ে দিয়ে বললেন, ‘এবার বলো, তোমার জন্য আর কী করতে হবে?’ ‘এবার জলদি পালান। ধরা পড়ে গেলে মরেছেন।’ এ কথা বলেই পিচ্চি দিল ভোঁ দৌড়।
পূর্ববর্তী:
« আর কিছু নাই?
« আর কিছু নাই?
পরবর্তী:
আর না ঘুরে »
আর না ঘুরে »
Leave a Reply