মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, গায়িকা ব্রিটনি স্পিয়ার্সের মতো ডাকসাইটে লোকজনের টুইটার অ্যাকাউন্টে প্রায়ই হামলা চালাতেন তিনি। কয়েক মাস ধরে পুলিশ তাঁকে খুঁজছিল। সম্প্রতি ফরাসি ওই ভদ্রলোককে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা যায়, স্রেফ অনুমানের ওপর নির্ভর করে তিনি তারকাদের পাসওয়ার্ড বের করে ফেলতেন। আরও জানা গেল, ফরাসি সরকার তাঁকে রেখেছিল হ্যাকার ও অনলাইনে প্রতারকদের ঠেকাতে। ঠেকাতে ঠেকাতে নিজের অজান্তেই কখন যে তিনি আক্রমণে চলে গিয়েছিলেন বলতে পারেন না।
পাইলট হিসেবে তাঁর বেশ নামডাক আছে। নামীদামি অনেক তারকাকে নিয়েই আকাশে উড়েছেন তিনি। সম্প্রতি ডেভিড মার্জের লাইসেন্সটি জব্দ করা হয়েছে। অপরাধ প্রেম। সেদিন এক অভিনেত্রীকে নিয়ে আকাশে উড়াল দিয়েছিলেন ডেভিড। প্রায় ১০ হাজার ফুট ওপর দিয়ে উড়ছিলেন তাঁরা। এ সময় বিমানের ককপিটে বসে চুমু খেয়েছিলেন ডেভিড।
ছকে বাঁধা কাজ করে করে মানুষ হাঁপিয়ে ওঠে, ভোগে একঘেয়েমিতে। জীবনে একটু বৈচিত্র্য আনতে লোকে কত কিছুই না করে। অভিনেতা ব্রাড পিটের কথাই ধরা যাক। বেশ কয়েক মাস হলো তিনি শ্মশ্রুমণ্ডিত হয়েছেন। সবাই ভাবল এ বুঝি ‘নো সেভ নভেম্বর’-এর ফল। কিন্তু নভেম্বর তো গেলই, মার্চও গেল। এদিকে ব্রাডের মুখের জঞ্জাল এখনো সরলো না। কারণ কী জানতে চাইলে বললেন, ‘একঘেয়েমি। আর কিছুই না।’ বান্ধবী অ্যাঞ্জেলিনা জোলি কি এরই মধ্যে একঘেয়ে হয়ে গেলেন কি না, এই প্রশ্নের উত্তর মেলেনি যদিও।
ভাষান্তর: আবুল হাসনাত
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ০৫, ২০১০
Leave a Reply