রস+আলো প্রকাশের আগের দিন মূল পত্রিকায় ঘোষণা দেওয়া হয়, আগামীকাল থাকছে রস+আলো। সঙ্গে অমুক-তমুক। আরও অনেক কিছু মজার কিছু। এই ‘আগামীকাল থাকছে’র স্টাইলটা যদি আমরা আমাদের প্রাত্যহিক জীবনে অনুসরণ করি তাহলে কেমন হয়, আসুন, দেখা যাক। দেখাচ্ছেন ইকবাল খন্দকার
আগামীকাল…
যারা প্রায় প্রতিদিনই শপিংয়ে যায়, দোকানদারেরা তাদের খুব ভালো করেই চেনে। তারাও ধান্ধায় থাকে তাদের এমনভাবে পটাতে, যাতে তারা আগামীকালের শপিংটাও এই দোকান থেকেই করে। তাই তারা আগামীকালের জন্য দিয়ে রাখতে পারে টুকটাক অফার।
আগামীকাল থাকছে—
আপনার জন্য পুরো হাফ লিটার ঠান্ডা পানীয়। আজ অবশ্য হাফ লিটারের চেয়ে একটু কম ছিল।
এসির ভলিউম কাল আরও বাড়িয়ে দেওয়া হবে।
আজ যদিও স্টিলের চেয়ারে বসেছেন, কাল বসতে দেওয়া হবে ফোমের চেয়ারে। ইজি চেয়ার দেওয়ারও সম্ভাবনা রয়েছে।
আজ ভুল করে একবার আন্টি বলে ফেললেও কাল আর এই ভুল হবে না। কারণ আপা ডাকতে ডাকতে আমরা দরকার হলে টায়ার্ড হয়ে যাব।
আপনার যাবতীয় ব্যাগ আমাদের মালিক নিজে গিয়ে আপনার গাড়িতে তুলে দিয়ে আসবে।
ব্যাপক সাধাসাধিসহ আরও থাকছে অনেক কিছু, ছাড়সংক্রান্ত কিছু।
আগামীকাল…
আজকের মতো আগামীকালও প্রেমিকাকে ডেটিংয়ে আনতে চাইছে প্রেমিক। কিন্তু প্রেমিকা আসতে রাজি না। সে এটা-ওটা অজুহাত দেখাচ্ছে। তাই প্রেমিক তার প্রেমিকাকে জানাতেই পারে, আগামীকাল যদি সে আসে তাহলে তার জন্য কী কী বিশেষ আকর্ষণ থাকছে।
আগামীকাল থাকছে—
ঘণ্টাখানেক তোমার রূপের বিস্তারিত প্রশংসা।
আমার মোবাইল ফোন থেকে যেখানে-সেখানে কল করার সুযোগ।
চরম গরমে আরাম দিতে আমার পক্ষ থেকে তোমাকে তালপাতার পাখার সুবাতাস।
তোমাকে নিয়ে লেখা মেগা-কাব্যের পাঠ।
চাহিবামাত্র যেকোনো ক্যাটাগরির খানা হাজির করার প্রক্রিয়া।
সদ্য মুখস্থ করা প্রেমের নানাবিধ ডায়ালগসহ আরও অনেক কিছু, রোমাণ্টিক কিছু।
আগামীকাল…
বাচ্চাদের ভুলিয়েভালিয়ে পড়াতে হয়। নইলে আজ স্কুলে এসেছে তো কাল আসবে না। কাল যাতে আসে সে জন্যই আগের দিন জানিয়ে দেওয়া যেতে পারে পরের দিনের আয়োজনের কথা।
আগামীকাল থাকছে—
দুইটা চকলেট আর তিনটা চকলেট মিলে কয়টা চকলেট হয়—চকলেট নিয়ে এই জাতীয় অঙ্ক।
অঙ্ক ভালো না লাগলে গোপালভাঁড়ের ঘটনা বলে বলে দারুণ হাসাহাসি।
তাও ভালো না লাগলে ‘টম অ্যান্ড জেরি’ নিয়ে আলোচনা।
কে কত বড় মাছ দিয়ে ভাত খেয়ে এসেছে, এ নিয়ে কথাবার্তা।
যারা ক্লাসে ঘুমিয়ে যেতে চাইবে তাদের জন্য ঘুমানোর সুব্যবস্থা।
কিলাকিলি, চিমটাচিমটি, হইহল্লা—এসব নিয়মিত কর্মকাণ্ড ছাড়া আরও অনেক কিছু, বিরাট কিছু।
আগামীকাল…
মনে করুন, বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে আপনি কোনো এলাকায় যান নিয়মিত। সে এলাকার ছেলেপেলে আপনার উদ্দেশ্য ঠাহর করতে পেরে আপনাকে আলটিমেটাম দিয়েছে, কাল থেকে যেন আপনাকে আর এই এলাকায় না দেখে। দেখলে…
আগামীকাল থাকছে—
যথারীতি দাবড়ানি। তবে আজকের দাবড়ানির চেয়ে সেটা হবে আরও বেশি পাওয়ারফুল।
হালকা চটকানি। পরিস্থিতি সাপেক্ষে চটকানিটা হালকার চেয়ে ঘনত্বের অধিকারী হতে পারে।
পকেটে বড় কোনো নোট পাওয়া গেলে সেটা হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা।
কান ধরে অত্যন্ত দ্রুত উঠ-বসকরণ প্রক্রিয়া।
শনির আখড়ার দৌড়ের চেয়ে আরও জমজমাট দৌড়ানির সুব্যবস্থা।
চৌদ্দ-পনেরো গোষ্ঠী উদ্ধার করে গালিগালাজসহ আরও অনেক কিছু, জঘন্য কিছু।
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ০৫, ২০১০
Leave a Reply