সর্দারজি একবার ভারতের পতাকা কিনতে গেছেন দোকানে। তিনি দোকানদারকে বললেন, ‘দাদা, ভারতের পতাকা হবে?’ দোকানদার বললেন, ‘বড় দেখাব, না ছোট?’ দোকানদার বেশ কিছু পতাকা বের করে সর্দারজিকে দেখালেন। একটাও সর্দারজির পছন্দ হলো না। এবার সর্দারজি রাগ হয়ে দোকানদারকে বললেন, ‘এসব কী রঙের পতাকা দেখাও? অন্য কোনো রং থাকলে দেখাও, না হলে আমি অন্য দোকানে গেলাম।’
পূর্ববর্তী:
« এসএমএস রিপোর্ট
« এসএমএস রিপোর্ট
পরবর্তী:
এসেছিলে তবু আসো নাই »
এসেছিলে তবু আসো নাই »
Leave a Reply