বাজার করে ফিরছিলেন এক লোক, পথে প্রতিবেশীর সঙ্গে দেখা।
: বুঝলেন ভাই, এ দেশে আর থাকা যাবে না। মানুষ এত অসত্, তরকারিওয়ালা আমাকে একটা জাল ১০০ টাকার নোট গছিয়ে দিয়েছে।
: কই নোটটা দেখি।
: এখন আর সঙ্গে নাই। একটা মুদির দোকানে চালিয়ে দিয়ে এলাম।
পূর্ববর্তী:
« মানুষ এখনো বাঁদরই আছে
« মানুষ এখনো বাঁদরই আছে
পরবর্তী:
মানুষ ক্রমাগত বদলায় »
মানুষ ক্রমাগত বদলায় »
Leave a Reply