তালাক চাইলে স্ত্রীকে ভরণপোষণের এককালীন একটা টাকা দিতে হয়। রীতি অন্তত তা-ই বলে। সেই রীতিনীতিকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছেন ধনকুবের গর্ডন পিটার গেটি জুনিয়রের স্ত্রী জেক্যুলিন গেটি। তালাকের পর স্বামীর কাছে ফি মাস পাক্কা সোয়া তিন লাখ ডলার দাবি করে বসে আছেন তিনি। না, ভরণপোষণের জন্য নয়, ফি বছর পার্টির আয়োজন, হীরার গয়না, গাড়ি রক্ষণাবেক্ষণ, ভ্রমণ, আইনজীবী ও হিসাবক্ষকের জন্য ওই টাকাটা তাঁর চাই। জেক্যুলিনের কথা একটাই, বিয়ের ১০ বছরে যে জীবনযাপনে আমি অভ্যস্ত হয়ে পড়েছি, সেটা ছাড়া এখন আমার চলবে কেন!
কার দোষে কে মরে! এই তো সেদিন শপিং মলে এসেছিল পপতারকা জাস্টিন বেইবার (১৬)। অটোগ্রাফ শিকারিদের কবলে পড়ে প্রাণ তাঁর যায়-যায় দশা। শেষমেশ পুলিশ এসে তাঁর ভক্তদের ছত্রভঙ্গ করে দিল। পালাতে গিয়ে ছয়জন চোট পেল। এ খবরে বেজায় চটলেন কানাডীয় পুলিশের এক কর্তা। সঙ্গে সঙ্গে তিনি জাস্টিনের ব্যক্তিগত সহকারীকে তলব করলেন। জেলে না পুরে তাঁর শাস্তি নির্ধারণ করলেন জরিমানা। ঘটনার আকস্মিকতায় বেচারা সহকারী তো হতভম্ব। ব্যাখ্যাটা পরে পাওয়া গেল। জাস্টিন ওই শপিং মলে যাওয়ার আগেই পুলিশ নাকি তাঁর ব্যক্তিগত সহকারীকে অনুরোধ করেছিল, টুইটারে ভক্তদের জানিয়ে দিন—জাস্টিন আজ কোথাও যাচ্ছে না। কিন্তু ব্যক্তিগত সহকারী তাদের আদেশ পালন করেননি।
ভাষান্তর: আবুল হাসনাত
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ২৯, ২০১০
Leave a Reply