১. কী লিখে অল্প সময়ের মধ্যে অনেক টাকা পাওয়া যায়?
২. কোন সংখ্যাকে অর্ধেক করলে শূন্য পাওয়া যায়?
৩. না ছুঁয়েও কোন জিনিসটি ধরে রাখা যায়?
৪. কোন জিনিসটি সব সময় ওড়ে, কিন্তু কোথাও যায় না?
৫. কোন জিনিস ছোটে কিন্তু হাঁটতে পারে না?
৬. কোন জিনিস ফেলে বা আঘাত না করেও ভাঙা যায়?
৭. গডফাদার হওয়ার সহজ উপায় কী?
৮. প্রথম টেলিফোন আবিষ্কারের আগে কোনটি বেশিজরুরি ছিল?
৯. কোন রিং চার কোনা?
১০. কোন ধরনের পড়া অজ্ঞান করে, কিন্তু ক্ষতি করে না?
১১. কী পানির ভেতর দিয়ে যেতে পারে কিন্তু ভিজে যায় না।
১২. পৃথিবীটা কী দিয়ে তৈরি?
গ্রন্থনা: তাপস রায়
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ২২, ২০১০
Leave a Reply