প্রিয় তারকার বাড়ি ঘিরে ভক্তদের ব্যাপক আগ্রহ থাকে। কিন্তু অভিনেত্রী ব্রুক শিল্ডের বেলায় ঘটনা ঘটছে উল্টো। লোকজন তাঁর বাড়িটিকে এড়িয়ে চলছে। সম্প্রতি বাড়িটিতে সংস্কারকাজ শুরু করেছেন ব্রুক শিল্ড। ভোর থেকে যন্ত্রপাতির শব্দ, লোকজনের হাঁকডাকে এলাকা সরগরম হয়ে ওঠে। এহেন অবস্থায় প্রতিবেশীদের অনেকে এলাকা ছেড়ে যাবেন বলে হুমকি দিয়েছেন ব্রুক শিল্ডকে।
বয়স হয়েছে, কিন্তু মোহ তার কাটেনি আজও। মুখের বলিরেখা লুকাতে তাই কসমেটিক সার্জারি করাতে চাচ্ছেন কিম ক্যাটরাল (৫৩)। আবার সার্জনের ছুরির নিচে মুখ পেতে দিতে মন সায়ও দিচ্ছে না। পাছে তাঁর চেহারা যদি পাল্টে যায়—মনে মনে এমনই শঙ্কা সেক্স অ্যান্ড দ্য সিটিখ্যাত এই তারকার। তাঁর ভাষ্য, আয়নায় নিজেকে দেখে যদি নিজেই চিনতে না পারি, তাহলে ওই কাজের দরকার কী?
নিতান্ত জরুরি না হলে ৯১১ তে কেউ ফোন করে না। জুডি হেইম নামের এক বৃদ্ধা জরুরি সেবার ওই নম্বরে ফোন করে বিলাপ জুড়ে দিলেন, মনে হয় আমার ছেলে কোরি হেইম মরে গেছে। তিন মিনিটের মাথায় অভিনেতা কোরি হেইমের বাড়িতে চিকিৎসক ও ফায়ার সার্ভিসের একগাদা লোক এসে হাজির। কড়া নাড়তেই খোদ কোরি এসে দরজা খুললেন। আড়ষ্ট ভঙ্গিতে বললেন, আসলে আমি ঘুমিয়ে ছিলাম। মা ভেবেছেন উল্টো। ডাক্তারমশাই কটমট করে চাইলেন বৃদ্ধার দিকে। আত্মপক্ষ সমর্থন করে বৃদ্ধা বললেন, ঘুমোলে বাছা আমার নাক ডাকে। অমন কোনো শব্দ তখন শুনিনি তো…।
ভাষান্তর: আবুল হাসনাত
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ২২, ২০১০
Leave a Reply