প্রেমে পড়ে পাগলামি নতুন কিছু নয়। কিন্তু ফেঁসে গেছেন গায়ক ডি এঙ্গেলো। নিউইয়র্কে এক তারুণীকে প্রেমের প্রস্তাব দিলে সে রাজি না হওয়ায় একটু পাগলামিই শুরু করেন তিনি। ব্যস, কেল্লাফতে। পুলিশ এসে ঘাড় ধরে নিয়ে গেল তাঁকে। রহস্যটা পরে জানা গেল। এঙ্গেলো যাকে পীড়াপীড়ি করছিলেন তিনি ছিলেন সাদা পোশাকধারী এক পুলিশ।
কয়েক দিন আগেই বিয়ে করেছেন রিয়ালিটি শো দ্য ব্যাচেলর-এর অভিনেতা জেসন মেসনিক। বিয়ের দুদিন পরই উপহার-সামগ্রীর বড় একটা অংশ নিলামে তুললেন। খবর শুনে বন্ধুরা ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন। কারণ প্রতিশোধ নিতে আঁদ্রে জিদ তাঁর বন্ধুদের দেওয়া বই নিলামে তুলেছিলেন। এ গল্প তো তাঁদের অজানা নয়। কিন্তু তাঁদের ভুল বা অন্যায়টা কোথায়, সেটাও ঠাওর করতে পারছিলেন না। পুরো বিষয়টি মেসনিকই খোলাসা করে বললেন, ‘একই জিনিস যা একাধিক ব্যক্তি দিয়েছেন, এমন পণ্যই নিলামে তুলেছিলাম।’
প্রেম, বিয়ে, কদিন সংসার, তারপর ছাড়াছাড়ি। মার্কিন মুলুকে এই তো এখন রীতি। কিন্তু অভিনেতা ডেনিস হুপারের বেলায় ঘটনা আরও কদর্য রূপ নিয়েছে। স্ত্রী ভিক্টোরিয়া তাঁর আইনজীবীকে দিয়ে ঘরের বিভিন্ন আসবাবপত্র নিয়ে যাওয়ার নোটিশ পাঠিয়েছেন। তালিকায় টুথব্রাশ থেকে শুরু করে কুকুর গোছল করানোর গামলা, এমনকি কফি খাওয়ার মগও আছে।
ভাষান্তর: আবুল হাসনাত
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ১৫, ২০১০
Leave a Reply