মাঝেমধ্যে জীবনটা এত চমত্কার মনে হয়, ইচ্ছে করে Ctrl+S চেপে দিতে!
মাদার’স ডেতে মাদারবোর্ডের ধুলো ঝেড়ে ফেলে দিনটির প্রতি সম্মান প্রদর্শন করুন।
প্রোগ্রামার বসে দেখছে, আলীবাবা ও চল্লিশ চোর; গুহার রহস্য ভেদ করেছে যে, তাকে ধরার জন্য শহরে লোক পাঠানো হচ্ছে। প্রোগ্রামার বিরক্তি নিয়ে বলল, গর্দভের দল! পাসওয়ার্ডটা বদলে দিলেই ল্যাঠা চুকে যেত!
সত্যিকারের প্রোগ্রামার জানে, ১০২৪ মিটারে এক কিলোমিটার হয়।
বাবা, ‘অ্যাড্রেস’ শব্দে একটা S, নাকি দুটো?
—তিনটে W।
স্কুলে দেরিতে এসে তড়িঘড়ি করে ক্লাসে ঢুকে পড়ল স্কুলবালক। শিক্ষক বললেন, অনুমতি না নিয়েই ঢুকলে কেন? এক্ষুনি বেরিয়ে যাও, তারপর ঢোকো।
ক্লাস থেকে বেরোতে বেরোতে বিড়বিড় করে বলল সে, ঢোকো, বের হও, ঢোকো… ঠিক যেন উইন্ডোজ!
সংগীতজগতের সংবাদ: CD-RW গ্রুপের 700 MB নামের অ্যালবামটি বিক্রয়-তালিকার শীর্ষে রয়েছে কয়েক বছর ধরে।
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ০১, ২০১০
Leave a Reply