প্রকাশিত বই না চললে কী করা উচিত?
—বইয়ে পা বা চাকা লাগিয়ে নিন।
জীবনবিমা কী?
—সারা জীবন দরিদ্র থেকে মৃত্যুর পরে ধনী হওয়ার পদ্ধতি।
নিঃসঙ্গতা অসহনীয় কেন?
—কারণ নিজেকে বেশিক্ষণ সহ্য করা সম্ভব নয়।
প্রতিশব্দ কাকে বলে?
—কোনো শব্দের বানান জানা না থাকলে বিকল্প যে শব্দটি ব্যবহার করা হয়।
খালি পেটে কবিতা লেখা কি উচিত?
—না, কবিতা লিখুন কাগজে।
সংসারজীবন কী?
—দুই বা ততোধিক নার্ভাস সিস্টেমের সহাবস্থান।
স্মৃতিকথা কী?
—উত্তমরূপে ধোলাইকৃত আত্মজীবনী।
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ০১, ২০১০
Leave a Reply