ঘুমানোর আগে তাঁরা একে অপরকে বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি।’ ডার্ট খেলোয়াড় ফিলিপ টেইলর ও তাঁর প্রেমিকা কেট ওয়ালসের আশঙ্কা, ‘বলা তো যায় না, দুজনের কোনো একজন যদি মরে যাই।’ তাঁদের প্রেমের রসায়নে চেকনাই বুঝি বেশি।
গায়ক জোনাস অল্টবার্গ কম্পিউটারের পোকা। উঠতে-বসতে কম্পিউটার ছাড়া তাঁর মুখে কথা রোচে না। এমনকি শোয়ার সময়ও পাশে তাঁর প্রিয় ল্যাপটপখানা চাই। কম্পিউটারে গেম খেলতে পছন্দ করেন অল্টবার্গ। অতি কম্পিউটার প্রীতির জন্য কত ফিয়াসেঁ যে তাঁকে ছেড়ে গেল তার ইয়ত্তা নেই।
হাতব্যাগের প্রতি প্রচণ্ড দুর্বলতা আছে তামিল অভিনেত্রী রিমার। নিত্য নতুন হাতব্যাগ ছাড়া তাঁর চলেই না। কোথাও বেড়াতে গেলে ব্যাগের দোকানে তাঁর ঢুঁ মারা চা-ই চাই। আর তাই ব্যাগের বড়সড় একটা সংগ্রহ আছে তাঁর। সমালোচকেরা বলেন, রিমার হাতব্যাগের সংগ্রহশালাটা অনেকটা মার্ক টোয়েনীয় কায়দায় গড়া। ফারাক শুধু মার্ক টোয়েন বন্ধুদের কাছ থেকে চেয়েচিন্তে বই আনতেন। আর রিমা দক্ষতার সঙ্গে বাঁ হাতের কাজ করেন।
ভাষান্তর: আবুল হাসনাত
সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারী ২২, ২০১০
Leave a Reply