ড. মুহম্মদ শহীদুল্লাহ তাঁর ‘বাঙ্গালা ব্যাকরণ’ বইয়ে আঞ্চলিক ভাষার নমুনা দিয়েছেন এভাবে:
সাধু ভাষা: এক লোকের দুইটি ছেলে ছিল।
কলকাতা-নদীয়া: অ্যাকজন লোকের দুটো ছেলে ছিল।
খুলনা-যশোর: অ্যাকজন মান্সির দুটো ছাওয়াল ছিল।
মানভূম: এক লোকের দুটো বেটা ছিল।
মেদিনীপুর: এল লোক্কার দুই পো থাইল।
মালদহ: য়্যাক ঝোন ম্যানশের দুটো ব্যাটা আছলো।
বগুড়া: য়্যাক ঝনের দুই ব্যাটা ছৈল আছিল।
রংপুর: একজন ম্যানশের দুইক্না ব্যাটা আছিল্।
ঢাকা: একজন মানসের দুইডা পোলা আছিলো।
ময়মনসিংহ: য়্যক জনের দুই পুত্ আছিল।
সিলেট: এক মানুশর দুই পোয়া আছিল।
চট্টগ্রাম: এগুয়া মানশের দুয়া পোয়া আছিল্।
নোয়াখালী: একজনের দুই হুত আছিল।
Leave a Reply