শেরে বাংলা এ কে ফজলুল হকের কাছে যে-ই তদবিরের জন্য যেত, সে-ই সফল হতো। তিনি তদবিরওয়ালার সামনেই ফোনে বলে দিতেন। এ জন্য শেরে বাংলা খুব জনপ্রিয় ছিলেন। তো একদিন এ রকম সাত-আটজনকে তাঁর সামনেই বসিয়ে রেখে ফোনে বলে দিলেন। এর মধ্যে আরেকজন ঢুকল।
: তোমার কী সমস্যা বলো?
: স্যার, আমি টেলিফোনের লোক। আপনার লাইনটা গতকাল থেকে কাটা। ঠিক করতে এসেছি।
পূর্ববর্তী:
« তোমার আমার ব্যাপার
« তোমার আমার ব্যাপার
পরবর্তী:
তোমার চলবে কী করে »
তোমার চলবে কী করে »
Leave a Reply