রেস্তোরাঁয় খাওয়া শেষে বেয়ারা সর্দারজির হাতে বিলের কাগজ ধরিয়ে দিলেন। সর্দারজি পকেট থেকে একটি কার্ড বের করে বেয়ারার হাতে দিয়ে বললেন, ‘এই নিন আমার কার্ড।’ বেয়ারা কার্ডটি দেখে অবাক হয়ে বললেন, ‘কিন্তু এটা তো আপনার রেশন কার্ড।’ সর্দারজি এবার একটু রেগে বললেন, ‘তাতে কী? এটা তো একটা কার্ডই নাকি? আর আপনারাই তো বাইরে বড় করে লিখে রেখেছেন—অল কার্ডস অ্যাক্সেপটেড।
পূর্ববর্তী:
« অল ইন্ডিয়া রেডিও
« অল ইন্ডিয়া রেডিও
পরবর্তী:
অলটাইম পজিটিভ যারা – ইকবাল খন্দকার »
অলটাইম পজিটিভ যারা – ইকবাল খন্দকার »
Leave a Reply