পাঞ্জাবের এক চাষি রসগোল্লার অর্ডার দিলে দোকানি বলল, রসগোল্লা তো আউট অব স্টক হ্যায়।
চাষির ছোট ছেলে বাবাকে বলল, আউট অব স্টক মানে কী?
চাষি তাকে বলল, বেটা, যখন কোনো কিছু হাজির নেই তখন তাকে বলে আউট অব স্টক।
কয়েক দিন বাদে যখন বাড়িতে চাষি ছিল না, তখন এক আত্মীয় এসে দরজায় কড়া নাড়লেন। ছোট ছেলেটি দরজা খুলে বলল, চাচা, পিতাজি তো আউট অব স্টক হ্যায়!
বিটুকান্তি নাথ
হাটহাজারী কলেজ, হাটহাজারী, চট্টগ্রাম।
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ৩১, ২০১০
Leave a Reply