শিক্ষক: ভেতরে আয়।
ছাত্র: জি, অবশ্যই।
শিক্ষক: আমি শুনলাম, তুই নাকি আমাকে সমীহ করিস না, আমার নাম বিকৃত করে ‘কচু’ ডাকিস?
ছাত্র: ছিঃ ছিঃ আপনি আমাকে এ রকম ভাবলেন!
শিক্ষক: তুই নাকি খুব ভালোমতো পড়াশোনা করিস আজকাল? পরীক্ষা কি ভালো হয়েছে তোর?
ছাত্র: সবই আপনাদের কৃপায়।
শিক্ষক: তুই নাকি প্রতি দিন তিন পিরিয়ড ক্লাস ফাঁকি দিস?
ছাত্র: আপনি যা ভাবছেন আমি তার উল্টো স্যার।
শিক্ষক: তবে কি তুই নকল না করে পরীক্ষা দিস?
ছাত্র: অবশ্যই, আপনি তো আমাকে বেশ ভালোমতো চেনেন।
শিক্ষক: তুই বলে ক্লাসের মেয়েদের সঙ্গে ‘টাংকি’ মারিস?
ছাত্র: কখনোই না, এসব মিথ্যা, বিশ্বাস না হলে ক্লাসের সবাইকে জিজ্ঞেস করে দেখুন। সবাই বলবে, এসব মিথ্যা।
শিক্ষক: তবে তুমি বলতে চাও, তুমি একটি ভদ্র ও ভালো ছেলে? আমিও অবশ্য তোমার নামে এসব কথাই শুনেছি।
[প্রিয় পাঠক-পাঠিকা, এবার নিচ হতে ওপরে পড়ে যান)
টিপু সুলতান
বিএএফ শাহীন কলেজ, ঢাকা
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ৩১, ২০১০
Leave a Reply