নদীর ধারে এক উকিল আর এক প্রকৌশলী মাছ ধরছেন। দুজনেই দুজনকে চিনতে পেরে কথা বলছেন—
প্রকৌশলী: আরে, আপনি এখানে কেন?
উকিল: আর বলবেন না! আগুনে পুড়ে আমার সবকিছু শেষ হয়ে গেছে। তবে আজই বিমা প্রতিষ্ঠান আমাকে সব টাকা ফেরত দিয়ে দেবে।
প্রকৌশলী: বলেন কি! আমারও তো একই অবস্থা। বন্যায় আমার ঘরবাড়িসহ সবকিছু ভেসে গেছে রে ভাই! আমারও বিমা করা ছিল। তাই আজই তারা আমাকে সব অর্থ ফেরত দেবে।
উকিল: তা মশাই, আপনি বন্যাটা কীভাবে ঘটালেন, বলুন তো?
পূর্ববর্তী:
« বন্ধুর উপত্যকা দর্শন
« বন্ধুর উপত্যকা দর্শন
পরবর্তী:
বপুখানি »
বপুখানি »
Leave a Reply