রস+আলোতে…
১. সাক্ষাত্কার ছাপানো হয়েছে = ৬৬টি।
(ওরে… কত কথা বলে রে…)
২. টেলিভিশন/সিনেমা রস = ৬৬টি।
(এ জন্যই বাঙালিরা এখন আর কষ্ট করে সিনেমা হলে গিয়ে ছবি
দেখে না।)
৩. রস চিঠি = ৪০টি।
(তারপরও যদি কেউ চিঠি লিখতে না পারে, তাহলে সেটা হবে এ জাতির জন্য লজ্জাজনক পারফরমেন্স।)
৪. পাঠকসংখ্যা হয়েছে = ৬টি।
(তালি…)
৫. এত রসের মধ্যে নীরস কলাম = ১৩টি।
(নামে নীরস হলেও কাজে ছিল সরস।)
৬. বিজ্ঞাপন দেওয়া হয়েছে = ৮৩১ পৃষ্ঠা।
(মন্তব্য নিষ্প্রয়োজন।)
৭. মোট আর্টিকেল ছাপা হয়েছে = ২৫৮২টি।
(এত লেখাপড়ার টাইম আছে! ধুর্…সবগুলো আকাইম্মা।)
৮. প্রথম পৃষ্ঠায় স্ট্রিপ ছড়া/লাইন ছাপানো হয়েছে = ৯০টিতে।
(কোনো জায়গাই বাদ রাখে নাই, পুরা জ্যাম লাগাইয়া দিছে।)
৯. ডাকযোগে পাওয়া প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে = ৩২৭টির।
(দুইটা নীল খাম আর একটা লাল খামে চিঠি আসছিল, বাকিটা আর নাই বলি…)
১০. সবজান্তায় মোট উত্তর দেওয়া হয়েছে = ৬৩৩টি প্রশ্নের।
(এত জাইনাও লাভ নাই, ওইগুলি কোনো ভাইভা বোর্ডে কাজে আসবে না।)
১১. মোট পৃষ্ঠাসংখ্যা = ২৪০০।
(দেশে কাগজের অভাব তো এরাই তৈরি করব, ফাও কামে এতগুলো কাগজ নষ্ট করল।)
১২. রস+আলো আকারে ছোট হয়ে যায় ৪৩তম সংখ্যা থেকে।
(যাক, কিছু কাগজ তো বাঁচল।)
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ২৫, ২০১০
Leave a Reply