দেখতে দেখতে রস+আলোর বয়স হলো ১০০। ইয়ে মানে ১০০ বছর না, ১০০ সংখ্যা। আর এদিকে চলছে ভারতের সঙ্গে টেস্ট। ভারত বাংলাদেশকে নাকি বাংলাদেশ ভারতকে টেস্ট করছে সেই জটিল প্রশ্নে না গিয়ে রস+আলোর এই সেঞ্চুরি সংখ্যায় টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১০০ রান করা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল এবার আমাদের সঙ্গে। কারণ, ১০০-এর মাহাত্ম্য তিনিই সবচেয়ে ভালো বুঝবেন। সাক্ষাত্কার নিয়েছেন সিমু নাসের
সেঞ্চুরি করার পর প্রায়ই আপনার কী মনে হয়?
আজ হোটেলে ফিরেই মুরগির ১০০টা রান দিয়ে জম্পেশ খাওয়া দিতে হবে।
সেঞ্চুরি জিনিসটাকে আপনি কীভাবে দেখেন?
ওয়েট, গতকালই মাত্র সেঞ্চুরি মার্কেট থেকে ১০০ টাকা দিয়ে একটি চশমা কিনে আনলাম। সেটা চোখে দিয়ে নিই, তারপর তো দেখাদেখি।
সেঞ্চুরি করার পর ব্যাটসম্যানরা ব্যাট উঁচিয়ে কী বলে?
এই যে দেখেন, এই খারাপ ব্যাট দিয়েই যা দেখাইলাম, বাসা থেকে আমার ভালো ব্যাটটা তো আজকে আনিই নাই।
১০০ রান সবাই করতে পারে না কেন? নেপোলিয়ন তো বলেছিলেন, পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই।
নেপোলিয়ন ভদ্রলোক তো বলেই খালাস। অসম্ভব বলে কিছু নেই তাই না? উনি কি কখনো সাবানে দেশলাইয়ের কাঠি ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করেছিলেন?
আজ থেকে ১০০ বছর পরে কি আপনি টেস্ট দলে জায়গা পাওয়ার আশা করেন?
না, টেস্ট দলে জায়গা পাওয়ার আশা করি না। তবে আশা করি আমার ছেলেমেয়েরা আমার জায়গাটার একটা সয়েল টেস্ট করাবে, তারপর বাড়িটাড়ি বানাবে। যেভাবে ভূমিকম্প হচ্ছে।
আপনার জীবনে ১০০-এর গুরুত্ব কেমন?
আমার জীবনটাই একশতময়। টেস্টে ১০০ করা ছাড়া বাকিগুলো আর বলতে চাই না। যেসব বলতে চাই না সেগুলো হলো, আমি পরীক্ষায় পেতাম ১০০ (দশ সাবজেক্ট মিলিয়ে), রোল নম্বর ছিল ১০০ (ভাগ্যিস ছাত্রছাত্রী ১০০ জনের বেশি ছিল না) ইত্যাদি ইত্যাদি। (তবে এই কথাগুলো নিজ দায়িত্বে বিশ্বাস করবেন।)
টেস্ট খেলার আগে প্র্যাকটিস করতে হয়, কিন্তু ব্লাড টেস্টের আগে কি প্র্যাকটিস করার প্রয়োজন আছে?
যে টেস্ট করবে তার প্র্যাকটিস প্রয়োজন।
বাংলাদেশের কোন খেলোয়াড়কে আপনার সবচেয়ে বেশি দামি বলে মনে হয়? মাশরাফি, আশরাফুল নাকি অন্য কেউ?
এদের কেউ না। সবচেয়ে দামি প্লেয়ার হলো ডলার মাহমুদ!
আপনার ব্যাটিংয়ের রহস্য কী?
ছোটবেলা থেকেই আমি টিভিতে নিয়মিত ব্যাটম্যান কার্টুন দেখতাম।
হাসপাতালে গেলেই ডাক্তাররা এত টেস্ট দেয় কেন?
ওয়ানডে তো একদিনের। টেস্ট দিলে রোগী অনেক দিন ধরে রাখা যায়।
কোন টেস্টের আগে আপনি সবচেয়ে বেশি নার্ভাস বোধ করতেন?
করতেন মানে কী, এখনো নার্ভাস বোধ করি। যখন কেউ রান্নার অনুষ্ঠান দেখে রান্না করে এবং আমাকেই প্রথম টেস্ট করতে বলে।
এক শ রান দেখলেই ভালো লাগে…
ব্যাটসম্যানদের পাশে ১০০ ভালো লাগে, কিন্তু বোলারের পাশে ১০০ রান মোটেও ভালো কিছু না।
ভালো টেস্ট খেলতে পারবে কারা?
যারা টেস্টটিউব বেবি।
১০০ বছর বয়সে কোনো লোকের পক্ষে কি ১০০ রান সম্ভব?
অসম্ভব, জন্মের পর থেকেই ওনার ২টি রান।
রস+আলোর পাঠকদের উদ্দেশে কিছু বলুন।
‘কিছু’ বললাম।
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ২৫, ২০১০
Leave a Reply