পাশের বাসার কলেজপড়ুয়া ছেলেটিকে ডেকে এনেছেন এক বৃদ্ধ। নিজে পড়ালেখা জানেন না। ছেলেটার হাতে একটা বিস্কুট ধরিয়ে দিয়ে বললেন, বাবা, আমার হয়ে একটা কাজ করে দেবে?
কী কাজ? বলেন।
তেমন কিছু না, যদি একটা চিঠি লিখে দিতে!
আচ্ছা ঠিক আছে, বলেন কী লিখতে হবে।
এরপর ঘণ্টাখানেক ধরে লোকটার কথানুযায়ী পুরো চিঠিটাই লিখে ফেলল ছেলেটা।
চিঠি লেখা হলে সে লোকটাকে জিজ্ঞেস করল, আর কিছু? বৃদ্ধ মাথা চুলকে বললেন, হ্যাঁ, চিঠির নিচে লিখে দাও—জঘন্য হাতের লেখা আর বানান ভুলের জন্য মার্জনা করিবেন।
পূর্ববর্তী:
« হাতের লেখা
« হাতের লেখা
পরবর্তী:
হানিমুনের খরচ »
হানিমুনের খরচ »
Leave a Reply