ভদ্রতার ক্ষেত্রে ফরাসিরা সব সময়ই এক কাঠি ওপরে থাকার চেষ্টা করে। ফরাসি টেলিভিশনে ঘোষকেরা তাই ‘লেডিস অ্যান্ড জেন্টলমেন’ না বলে অতিরিক্ত ভদ্রতা করে বলেন, ‘মঁশিয়ে, মাদমোয়েজেল (অবিবাহিত মহিলা)’।
প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ফরাসি সমরনায়ক মার্শাল ফোচ বিশেষ কোনো কাজে আমেরিকায় গেলে এক আমেরিকান ভদ্রলোক ফরাসি শিষ্টাচারকে ‘কেবলই বাতাস বা হাওয়া’ বলে ব্যঙ্গ করেন।
মার্শাল ফোচ বিনীতভাবে বললেন, মঁশিয়ে, আপনার গাড়িটি যে চাকাগুলোর ওপর দাঁড়িয়ে আছে, তার ভেতরও কিন্তু কেবল বাতাস!
পূর্ববর্তী:
« কেবল বোকারাই চালাক হতে চায়
« কেবল বোকারাই চালাক হতে চায়
পরবর্তী:
কেমন গাইলাম »
কেমন গাইলাম »
Leave a Reply