তিনিই আমাদের পপ গানের শুরুটা করেছিলেন। চরম জনপ্রিয়ও হয়েছিল তাঁর সেসব গান। শুধু তখনকার কথাই বা বলি কেন। এই সময়েও তাঁর গান সমান জনপ্রিয়। তিনি আজম খান। এবার গানে গানে নয়, প্রশ্নে প্রশ্নে এসেছেন রস+আলোয়। সঙ্গে ছিলেন সিমু নাসের
অনেক আগেকার গায়ক যেমন আব্দুল আলীম, আব্বাস উদ্দীন, এলভিস প্রিসলি এদের সম্পর্কে আপনি কী জানেন?
যেটা জানি, সেটা হলো তাঁরা কেউ আজ আর আমাদের মাঝে নেই।
মশার যন্ত্রণা থেকে বাঁচতে আপনি কি রাতে মশারি টানান?
না
কেন?
রক্ত পানি করে টাকা কামাই…পানি খেতে মশা আসবে আমার কাছে?
আলাল সব সময় ডাইনে যায় কেন?
আলাল ডানপন্থী রাজনীতির সঙ্গে জড়িত, তাই।
দুলাল কি তাহলে বামপন্থী?
ঠিক। ও বামপন্থী, এক পরিবারে দুই পন্থার রাজনীতিবিদ থাকলে অনেক সুবিধা।
তাদের বাবা তাহলে তাদের খুঁজে খুঁজে মরে কেন?
কারণ টিভিতে টকশো আছে এই কথা বলে বাড়ি থেকে গেলেও তাদের পরে আর টিভিতে দেখা যায় না। তাইলে তারা যায় কোথায়, এই চিন্তায়।
আচ্ছা, আপনার যে এখন এত বয়স। এই বয়স নিয়ে কি আপনার গর্ব হয়?
অবশ্যই, ৬০ বছর না হলে কষ্টে আমি মরেই যেতাম। এটা বাঙালি হিসেবে আমার গর্ব।
আপনার মাথার ওপর কে থাকে?
আমার মাথার ওপর? কই কেউ না তো, আকাশ ছাড়া তো আর কিছু দেখি না।
আপনি তো অনেক খেলাধুলাও করেন। কখনো কাপ জিতেছেন?
আমি মাঠে খেলি আনন্দের জন্য। আমি তো আর মাছি না যে কাপ জেতার জন্য পিরিচের ওপর ফুটবল খেলব।
আমাদের দেশের গায়ক আর বিদেশি গায়কদের মধ্যে পার্থক্য কত?
কোন দেশি? আমেরিকান হলে ৪০০০ কিলোমিটার। আর ভারতীয় হলে খুব বেশি হবে না, এয়ার ডিসটেন্সে কয়েক শ কিলোমিটার হবে।
চুপ চুপ চুপ, অনামিকা চুপ, কথা বলো না…। সে কি কথা না বলে থাকতে পেরেছিল?
অনামিকা যে একটা মেয়ে, সেটা তো বোঝাই যাচ্ছে। তারপর আবার এই অনর্থক প্রশ্ন কেন?
দুটি অদ্ভুত ঘটনা বলুন, যা একই সঙ্গে ঘটেছে।
আমার আর আমার স্ত্রীর বিয়ে একই দিনে হয়েছে।
আপনার জন্ম কোথায়?
এই কথা কি কারও মনে থাকে নাকি? আমি তো তখন শিশু।
একটা রূপকথার গল্প বলেন দেখি…
ইন দি ইয়ার নাইনটিন ফিফটি সিক্স, আমার তখন সুঠাম দেহ, নিয়মিত জিমে যাই, বুকের ছাতি ৫৬ ইঞ্চি…
রস+আলোর পাঠকদের জন্য একটা গান গেয়ে শোনাবেন?
এক্ষুনি তোমার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করো আমার গানের কোড, তারপর পাঠিয়ে দাও এত নাম্বারে, যে ফোন করবে, সে শুনবে আমার গান।
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ১৮, ২০১০
Leave a Reply