ছোট পর্দার অভিনেতা জেফ মার্ডারকে চেনেন তো? ও চেনেন না! না চিনলেও অসুবিধা নেই। তার ঘটনাটা শুনে রাখুন একটু। বেশ ভালোই বিপদে পড়েছিলেন কিছুদিন আগে বেচারা। বিদেশে বিপদে পড়লে পুলিশে ফোন দেওয়া নিয়ম। ফোনও দিলেন তিনি। কিন্তু যথারীতি বিপদ কেটে যাওয়ার পরে পুলিশ উপস্থিত হওয়ায় চটে গিয়ে মন্তব্যকরলেন, ‘আমরা এমন একটা সময়ে বসবাস করছি, যখন অর্ডার দিলে পুলিশের থেকে পিত্জা আগে আসে।’ তবে ওদের দেরিতে হলেও তাও আসে সেটাই বা মন্দ কি!
হানা মনটানার মিলি যে খুব মা ভক্ত সে খবর দুদিন পরপরই কিন্তু টের পাওয়া যায়। বিভিন্ন পত্রপত্রিকাকে সাক্ষাত্কার দিয়ে বেড়ানোর সময় অবধারিতভাবে মায়ের উপদেশমালা সিরিজের একটি বাক্য থাকবেই। মাকে উদ্ধৃত করে সম্প্রতি তিনি বলেছেন, আমার মা আমাকে বলেছে প্রথম হতে হলে প্রায় সময়ই অনেক সময়লাগে, কিন্তু লাড্ডাগুড্ডা হতে একটুও সময় লাগে না। আহা, এটা মিলির মা না বললে যেন আমাদের এই জনমেও জানা হতো না।
বলিউড তারকা রাখি সাওয়ান্তর মা জয়া সম্প্রতি একটি টিভি রিয়েলিটি শো-তে অংশ নিয়েছেন। প্রথম দিন থেকেই তাঁর অনুযোগ-অভিযোগের শেষ নেই। তাঁর প্রথম অভিযোগ, রিয়েলিটি শোর সব কটা মেয়েই তাঁর সঙ্গে ঘষেটি বেগমের মতো আচরণ করছে। কী দুর্ব্যবহার করেছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওরা আমার সামনে ইংরেজিতে কথা বলেছে।
ভাষান্তর: আবুল হাসনাত
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ১১, ২০১০
Leave a Reply