সরকার জানুয়ারি মাসের শুরুতেই বই দিয়ে দিয়েছে। এসবের কোনো মানে হয়? আরে সময় কি চলে যাচ্ছে নাকি? আরও তো ১২টা মাস পড়ে আছে। মাত্র কদিন আগে নতুন বছরটা এল, এখনো ঠিকমতো ক্লাস শুরু হলো না, আর এদিকে বইটই দিয়ে একাকার। হাত বাড়ালেই আগে যেমন চিপস-চকলেট পাওয়া যেত, এখন পাওয়া যাচ্ছে বই। তাও গল্প-উপন্যাসের কোনো বই নয়, একেবারে সাক্ষাত্ পাঠ্যবই। নাহ, এ সরকারের কোনো পরিকল্পনাই নাই। জানুয়ারি- ফেব্রুয়ারি মাসে স্কুলগুলোতে ঢিলেঢালাভাবে ক্লাস হয়। বই নেই, তাই ছেলেমেয়েরা খেলাধুলা, পিকনিক এসব নিয়েই ব্যস্ত থাকে। ফেব্রুয়ারি মাসে বইমেলার গল্পের বইগুলো নিয়ে নিশ্চিন্তে সময় কেটে যায়। অথচ জানুয়ারি মাসেই বই দিয়ে সরকার আমাদের কী একটা ভেজালের মধ্যে ফেলল। গত বছর তো মার্চ মাসেও সেভাবে বই পাওয়া যাচ্ছিল না। বই থাকলেও স্যার যখন জিজ্ঞেস করতেন, মুখটা করুণ করে বলতাম, এখনো বই কেনা হয়নি। স্যারও কিছু বলতেন না। এখন কী হবে? এখনো যদি বলি, স্যার, বই কেনা হয়নি, তাহলে তো স্যারের বেতের সঙ্গে আমার পিঠের এক অপূর্ব মেলবন্ধন সৃষ্টি হবে! তা ছাড়া বই কেনার টাকাগুলো যে সিনেমার টিকিটে রূপান্তরিত হতো, সেটাই বা কীভাবে হবে? বই কিনতে এখন তো কোনো টাকাই লাগে না! অথচ এতে দেশের চলচ্চিত্রশিল্প যে কত বড় ক্ষতির মুখে পড়বে, তা কি সরকার একবারও ভেবে দেখেছে? তা ছাড়া নিচের ক্লাসের ভাইবোনদের (!) সঙ্গে যে সম্পর্কটা আগে হতো, এত সহজে বই দেওয়ায় তা আর হলো কই? বই না পাওয়ায় এক ক্লাস নিচের ছেলেমেয়েরা (ছেলেদের অবশ্য বই দিতাম না) এসে মিষ্টি করে বলত, ভাইয়া, আপনি তো নতুন ক্লাসে উঠে গেছেন, আপনার অঙ্ক বইটা দিন না, আমি এখনো বই কিনিনি। হাসিমুখে বই দিয়ে বেশ ভাব নিয়ে বলতাম, অঙ্ক না বুঝলে আমার কাছে এসো, বুঝিয়ে দেব (যদিও আমি নিজেই অঙ্ক বুঝি না, তাতে কী?)! তবে সেসব আজ কেবলই স্মৃতি! সব মিলিয়ে সরকার বছরের শুরুতেই বই দিয়ে আমাদের জীবনটা একেবারে ভাজা ভাজা করে দিল। বছরের শুরুতেই পাঠ্যবইয়ের মতো জিনিস পেয়েছি, বাকি মাসগুলো যে কত ভালো যাবে, তা না বললেও চলবে!
ওপরের লেখাটি একজন ফাঁকিবাজ ছাত্রের মনের অতল গহ্বরের কথা। তার মতো আরও অনেকের মনেই এ ধরনের আবেগপূর্ণ কথা থাকতে পারে। এটা গণতান্ত্রিক দেশ। প্রতিটি মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার রয়েছে। তবে নানা প্রতিকূলতার মধ্যেও বছরের একেবারে শুরুতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ায় মাননীয় শিক্ষামন্ত্রীকে রস+আলোর পক্ষ থেকে জানাই সংগ্রামী লাল সালাম (রেড গ্রিটিংস)!
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ১১, ২০১০
Leave a Reply