ক্লাসে ঢুকেই শিক্ষক ছাত্রদের উদ্দেশে বললেন, ‘ধরো, সাতটা ভেড়া একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে। সেখান থেকে ছয়টা ভেড়া একটি বেড়া ডিঙিয়ে ওপারে গেল। তাহলে আর কতটা ভেড়া এপারে থাকবে?’ এ কথা শুনে একদম পেছনের বেঞ্চ থেকে পল্টু বলল, ‘একটাও থাকবে না, স্যার।’ স্যার রেগে বললেন, ‘বোকার মতো কথা বলিস কেন? তুই তো দেখি অঙ্কে একদম কাঁচা!’ পল্টুর জবাব, ‘স্যার, ভেড়ার তো আর মানুষের মতো বুদ্ধি নেই। ছয়টা ভেড়া একদিকে গেছে মানে সব ভেড়াই সেদিকে যাবে। তাই না, স্যার?’
পূর্ববর্তী:
« ভেড়ার পালে বাঘ
« ভেড়ার পালে বাঘ
পরবর্তী:
ভোট চুক্তি »
ভোট চুক্তি »
Leave a Reply