ক্লাসে শিক্ষক ইংরেজিতে সবাইকে তাদের বাবার নাম লিখতে বললেন। সবাই তাদের বাবার নাম লিখল। কিন্তু সর্দারজি লিখেছেন—Beautiful Red Moon. শিক্ষক রেগে অগ্নিশর্মা হয়ে সর্দারজিকে জিজ্ঞেস করলেন, ‘এটা লেখার মানে কী?’ সর্দারজি বললেন, ‘কেন আপনিই তো ইংরেজিতে লিখতে বলেছেন। আমার বাবার নাম হচ্ছে—সুন্দর লাল চাঁদ। তাই তো আমি বাবার নামের ইংরেজি লিখেছি। ভুল হয়েছে কি?’
পূর্ববর্তী:
« ইংরেজিতে ট্রান্সলেশন
« ইংরেজিতে ট্রান্সলেশন
পরবর্তী:
ইংলণ্ডে ইংরেজি »
ইংলণ্ডে ইংরেজি »
Leave a Reply