সর্দারজি আর বান্তা সিং দুটি ঘোড়া কিনে এনেছেন। কিন্তু তাঁরা কিছুতেই কার ঘোড়া কোনটা, তা ঠাহর করতে পারছেন না। তাই সর্দারজি তাঁর ঘোড়াটির ডান কান কেটে দিয়ে বান্তা সিংকে বললেন, ‘কানওয়ালা ঘোড়াটি তোর আর কান ছাড়া ঘোড়াটি আমার।’ কিন্তু এদিকে সর্দারজির এক শত্রু এ কথা শুনে কোনো ফাঁকে বান্তা সিংয়ের ঘোড়ারও ডান কান কেটে দিল। পরের দিন সর্দারজি ও বান্তা সিং তো অবাক। কী করা যায়—এ নিয়ে ভাবতে ভাবতে আবার সর্দারজি তাঁর ঘোড়ার লেজটি কেটে দিলেন। ওই শত্রু আবারও এটা দেখে চুপ করে অন্য ঘোড়ার লেজটিও কেটে দিল। ঘোড়ার এ অবস্থা দেখে সর্দারজি এবার ভীষণ অবাক। এরপর তাঁরা একটি ঘোড়ার পা ভেঙে দিল। কিন্তু পরের দিন একই অবস্থা—দুটি ঘোড়াই ল্যাংড়া হয়ে আছে। এবার তাঁরা দুজন মহা ভাবনায় পড়লেন। অনেক ভেবেচিন্তে সর্দার বললেন, ‘ঠিক আছে, এখন থেকে সাদা ঘোড়াটি তোর আর কালো ঘোড়াটি আমার।’
পূর্ববর্তী:
« কামের ফুরসৎ
« কামের ফুরসৎ
পরবর্তী:
কার পেশা আগে এসেছে »
কার পেশা আগে এসেছে »
Leave a Reply