মদে চুর হয়ে এক লোক রাতের বেলা গাড়ি হাঁকিয়ে যাচ্ছিল। তার বেপরোয়া চালানো দেখেই এক পুলিশ সার্জেন্ট তার পথ রোধ করে তাকে বের হতে বলল। কিন্তু মাতাল হয়ে গাড়ি চালানোর জন্য ঠিক যখন সার্জেন্ট তাকে কেস করার জন্য কাগজ বের করেছে তখনই উল্টো পাশের থেকে একটি ট্রাক ব্রেক ফেল করে পাশের ফুটপাতের ওপর চাকা তুলে দিল। সেটাকে বেশি ইমার্জেন্সি ভেবে অফিসার ছুটে গেল সেটার কাছে। এই সুযোগে মাতালও গাড়িতে চড়ে সোজা পিটটন দিল। বাড়ি পৌছে সে আর দেরি না করে গাড়িটি গ্যারেজে রেখে সোজা বিছানায় শুয়ে পড়ল। পরদিন সকালে তার ঘুম ভাঙল কলিং বেলের শব্দে। দরজা খুলেই দেখতে পেল আরো দুজন পুলিশ অফিসার তার সামনে দাঁড়ানো।
: তুমি কি কাল রাতে মাতাল হয়ে গাড়ি চালাচ্ছিলে?
: না তো !-সে বাঁচার জন্য মিথ্যের আশ্রয় নিল।
: তোমাকে সার্জেন্ট জেবি কাল রাতে ধরে নি?
: কক্ষনো নয়।
: তুমি তার ব্যস্ততার সুযোগ নিয়ে পালাও নি?
: দেখুন আপনারা কিন্তু আমাকে অযথা হয়রানি করছেন। আমাকে ওপর মহলে এ ব্যাপারে নালিশ করতে বাধ্য করবেন না !
এবার সে যেন একটু রেগে উঠছে দেখে অফিসাররা একটু নরম হল। তারা দুঃখ প্রকাশ করে অনুরোধ করল যাবার আগে তারা একটু তার গাড়িটি দেখতে চায়। বিশাল বিপদ থেকে রক্ষা পাবার আনন্দে সে রাজি হল। তাদের নিচে নিয়ে সে তার গ্যারেজের দরজা খুলল। গ্যারেজে দাঁড়িয়ে আছে আগের রাতের সেই সার্জেন্টের গাড়িটি। মদে চুর হয়ে সে বুঝতে পারে নি যে সে ভুলে পুলিশের টহল গাড়িটি নিয়ে চলে এসেছে।
পূর্ববর্তী:
« মাতাল হও কেন
« মাতাল হও কেন
পরবর্তী:
মাতৃদায় »
মাতৃদায় »
Leave a Reply