মাতাল ভদ্রলোক : মশাই, আপনি তো তিনি যিনি গতকাল আমার ছেলেটাকে জল থেকে তুলে বাঁচিয়েছেন?
লোকটি বিগলিত হয়ে- এ আর এমন কী ! মানবিকতার খাতিরে এটুকু করতেই হয়। সে কথা সবাইকে বলা উচিত নয়।
: বলব না মানে ! ছেলেটি যখন জলে পড়েছিল সে সময় ওর গলায় একটা সোনার চেন ছিল। সেটা গেল কোথায়?
পূর্ববর্তী:
« সোনাকে খোলা হাওয়ায়
« সোনাকে খোলা হাওয়ায়
পরবর্তী:
সোনার দাঁত »
সোনার দাঁত »
Leave a Reply