একটা ছোট বাচ্চা চোখ দেখাতে গেল ডাক্তারের কাছে। ডাক্তার তাকে বললেন
: খোকা তুমি ডান চোখ বন্ধ করে এ লেখাটি পড়ার চেষ্টা কর।
বাচ্চাটি ডান বাম বুঝতে পারল না। ডাক্তার তখন বললেন “ঠিক আছে তুমি তোমার ডান হাত দিয়ে ডান চোখ চেপে ধরে এ লেখাটি পড়ার চেষ্টা কর।” এবারও বাচ্চাটি ডান হাত বাম হাত গুলিয়ে ফেলল। ডাক্তার ধৈর্য হারালেন না। তিনি এবার নতুন বুদ্ধি করলেন। একটা কাগজে দুটো ফুটো করলেন। এবার একটা ফুটো তিনি নিজেই চেপে ধরে অন্য ফুটোটি বাচ্চার এক চোখের সামনে ধরে বললেন, এবার পড় তো লেখাটি-বাচ্চাটি ফুঁপিয়ে কেঁদে উঠল।
: কী হল তোমার?
: ই ই ই আমি বড় ভাইয়ের মতো কাচের চশমা চাচ্ছিলাম আর আপনি দিচ্ছেন কাগজের চশমা ই ই ই ….
পূর্ববর্তী:
« দায়ী কে
« দায়ী কে
পরবর্তী:
দিদি কুতু… »
দিদি কুতু… »
Leave a Reply