ছয় বছর ধরে এক তরুণ দিয়া মির্জার পেছন পেছন ঘুরছিলেন। বিষয়টা কখনোই আঁচ করতে পারেননি দিয়া। সেদিন ছিল তাঁর জন্মদিন। বিনা নিমন্ত্রণে ওই তরুণ তাঁর বাড়ির সদর দরজায় এসে হাজির। কোনো ভনিতা ছাড়াই বললেন, ‘আমি আপনাকে ভালোবাসি এবং বিয়ে করতে চাই। আপনার আপত্তি না থাকলে বিয়ের আংটিটা এক্ষুনি আমি পরিয়ে দিতে পারি।’ কয়েক সেকেন্ডের জন্য ভ্যাবাচেকা খেলেন বলিউড অভিনেত্রী। সংবিত্ ফিরে পেয়ে বললেন, ‘আপনার এ আংটির হিরেটা আসল না নকল সেটা আমি বুঝব কীভাবে? নকল একটা আংটি পরে তো আর আমার বিয়ে হতে পারে না। আপনি আংটিটা রেখে যান, আমি পরীক্ষা করিয়ে তার পর আপনাকে খবর দেব।’ এর পরের ঘটনা বিস্তারিত জানা যায়নি।
পূর্ববর্তী:
« হিমু এখন বাসে
« হিমু এখন বাসে
পরবর্তী:
হিসাবী লোক »
হিসাবী লোক »
Leave a Reply