: শোন, আমাকে বিয়ে করতে হলে তোমাকে কিছু জিনিস ত্যাগ করতে হবে ।
: যেমন ?
: এই ধর রোজ সন্ধ্যার পর ক্লাবে যাওয়া বন্ধুবান্ধবের সঙ্গে অহেতুক আড্ডা, সিগারেট খাওয়া, রাতে নাক ডাকা, বোকার মতো টাকা খরচ করা, খামাখা আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া …কী পারবে এসব ত্যাগ করতে?
: দেখি ভেবে দেখতে হবে।
পরদিন আবার দু’জনের দেখা।
: কী ভেবেছ ?
: আসলে একবারে তো আর সব কিছু ত্যাগ করা যায় না … একটু একটু করে আর কি। যেমন প্রথমত একটা জিনিস ত্যাগ করেছি।
: কী ?
: ইয়ে মানে…আপাতত বিয়ের চিন্তাটা।
পূর্ববর্তী:
« বিয়ের ঘড়ি
« বিয়ের ঘড়ি
পরবর্তী:
বিয়ের জন্য ঋণ »
বিয়ের জন্য ঋণ »
Leave a Reply