বিয়ের পঞ্চাশতম বার্ষিকী পালন করছিলেন স্বামী-স্ত্রী । শহরের সবচেয়ে দামি হোটেলে রোমান্টিক ডিনার শেষে স্বামী হঠাৎ স্ত্রীর হাত ধরে বলা শুরু করল-
: দেখ লিন্ডা, আমাদের প্রথম পাঁচটি সন্তানই দেখতে আমাদের পরিবারের কারো না কারো্ মতো কিন্তু শুধুমাত্র ষষ্ঠজনই কারো মতোই দেখতে হয় নি। আমি সারা জীবন তোমাকে যেমন ভালবেসেছি বাকি দিনগুলোতেও একইভাবে ভালবেসে যাব আমি কথা দিচ্ছি। শুধু একবার আমাকে সত্যি করে বল তার বাবা কি অন্য পাঁচজনের চেয়ে ভিন্ন কেউ?
প্লিজ লিন্ডা আমি শুধুই জানতে চাচ্ছি । আর কিছু নয়।
স্ত্রী কিছুক্ষণ চুপ করে থেকে বলল-
: তু-তুমি ঠিক ধরেছ … ।
: কে ? কে তবে তার বাবা ?
: তুমি … স্ত্রী জানাল।
পূর্ববর্তী:
« ভিনগ্রহের ফুটবল খেলা···
« ভিনগ্রহের ফুটবল খেলা···
পরবর্তী:
ভীতু »
ভীতু »
Leave a Reply