গাড়ি চালিয়ে যাচ্ছিল মিঃ ও মিসেস হেনরি। একটি গ্রামের ভেতর এসে মিসেস বলল হেনরি মনে আছে? পনের বছর আগে হানিমুন করতে এই পথেই আমরা যাচ্ছিলাম, পথে পড়ল একটি পুরোনো অব্যবহৃত বাড়ি। আমরা সেটার উঠোনেই প্রথম মিলিত হয়েছিলাম। হ্যাঁ, খুব মনে আছে! হেনরি বলল।
‘চল না দেখি বাড়িটি এখনো আছে কিনা!’ স্ত্রীর অনুরোধ হেনরি ফেলতে না পেরে সেই গ্রামের দিকে গাড়ি ঘোরাল। কিছুদুর যেতেই পেয়ে গেল সেই বাড়িটি। তারা গাড়ি দাঁড় করিয়ে সেই উঠোন উপস্থিত হল এবং স্মৃতি দ্বারা প্ররোচিত হযে আগের মতোই সেই উঠোনের বেড়াতে হেলান দিয়ে হেনরি দাড়াল এবং আগের মতো করেই আবার তারা মিলিত হল। কিন্তু এবার হেনরি যেন আরো উদ্যমী আরো তেজী! দারুন উত্তেজনাপূর্ণ প্রায় ৩০ মিনিট কাটার পর যখন সব শেষ হয়ে গেল, তার স্ত্রীর আবেশ জড়ানো কন্ঠে বলল- ওহ! হেনরি আমি তোমাকে খুব ভালবাসি! কিন্তু সেই ১৫ বছর আগে কিন্তু তুমি আমাকে আজকের মতো এভাবে পাগলের মতো ভালবাসি নি!
: আমি জানি… তখন এই বেড়াটাতে যে বৈদ্যুতিক সংযোগ ছিল না!
পূর্ববর্তী:
« বেয়াদব এবং ছোটলোক
« বেয়াদব এবং ছোটলোক
পরবর্তী:
বৈবাহিক »
বৈবাহিক »
Leave a Reply