এক প্রচন্ড অসুস্থ বৃদ্ধ বিছানায় শুয়ে কাতারাচ্ছে । ঘন্টাখানেকের ভেতরে তার মৃত্যু অবধারিত। হঠাৎ তার নাকে লাগল রান্নাঘর থেকে ভেসে আসা তার স্ত্রীর তৈরি চমৎকার ফ্রুট কেকের সুগন্ধ । জীবনে শেষবারের মতো সেই অমৃতের স্বাদ নেবার আশায় সে কোনোমতে শক্তি সঞ্চয় করে হামাগুড়ি দিয়ে রান্নাঘরে গিয়ে পৌঁছল। তারপর শরীরের শেষ বিন্দু পর্যন্ত শক্তি খাটিয়ে বুকে হেঁটে যেই কেকের প্লেটের দিকে হাত বাড়িয়েছে, ঠাস করে তার স্ত্রী তার হাত চটকানা দিয়ে সরিয়ে দিয়ে বলল-খবরদার ! এখন একটাও ছোঁবে না।
এগুলো তোমার শেষকৃত্য অনুষ্ঠানের জন্য।
পূর্ববর্তী:
« শেষ বক্তা
« শেষ বক্তা
পরবর্তী:
শেষবারের মতো বলছি »
শেষবারের মতো বলছি »
Leave a Reply