বারে এক লোক প্রায় প্রতি মিনিটে একবার করে তার চেয়ার থেকে পড়ে যাচ্ছিলেন। দেখেই বোঝা যাচ্ছিল সে পাঁড় মাতাল হয়ে গেছে। ওয়েটার পাশের টেবিলের লোকটিকে জিজ্ঞেস করল অপনি কি দয়া করে একে একটু বাসায় পৌঁছে দিয়ে আসবেন ?
“নিশ্চয়ই” লোকটি বলল।
তারপর মাতাল লোকটিকে ধরে বাইরে তার গাড়িতে নিয়ে বসাল। বারের ভেতর থেকে দরজা ঘুলে বাইরে নিয়ে যাওয়া পর্যন্ত মাতাল লোকটি অন্তত পনেরবার আছাড় খেল। তারপর গাড়িতে চেপে সে তাকে তার বাসায় নিয়ে দরজায় বেল বাজাল। গাড়ি থেকে বাড়ির দরজায় পৌঁছাতে মাতালটি আরো গোটা বিশেক হুমড়ি খেল। কিন্তুতার স্ত্রী দরজা খুলেই বলল-ধন্যবাদ, কিন্তু ওর হুইল চেয়ারটা কোথায় ?
পূর্ববর্তী:
« হিসাবী লোক
« হিসাবী লোক
পরবর্তী:
হুজুর যে আমার প্রেমে পড়েছেন »
হুজুর যে আমার প্রেমে পড়েছেন »
Leave a Reply