একদিন মন্টু মিয়া বড় একটি হোটেলে খেতে গেছে। তৃতীয় তলায় উঠতেই তার দামি ঘড়িটা হাত থেকে খুলে নিচে পড়ে গেল। মন্টু মিয়া হন্তদন্ত হয়ে দৌড়াতে দৌড়াতে নিচে নেমে এসে আকাশের দিকে তাকিয়ে রইল। তার এমন তাকানো দেখে সবাই অবাক। এক ভদ্রলোক এসে মন্টু মিয়াকে জিজ্ঞেস করলেন, ‘ভাই, আপনি আকাশের দিকে তাকিয়ে কী করছেন?’ মন্টু মিয়া বলল, ‘আমার হাতঘড়িটা তৃতীয় তলা থেকে পড়ে গেছে, তাই ধরার চেষ্টা করছি।’ ভদ্রলোকটি আবারও অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ‘তা ভাই, ঘড়ি ধরার জন্য নিচে না দেখে আকাশের দিকে চেয়ে আছেন কেন?’ মন্টু মিয়া এবার বিরক্ত হয়ে বলল, ‘আরে ভাই, কাজের সময় এত কথা বলেন কেন? আমার ঘড়ি তো ১৫ মিনিট ধীরে চলে। তৃতীয় তলা থেকে পড়তে সেটার তো একটু সময় লাগবেই। তাই আগাম ওপরের দিকে তাকিয়ে আছি।’
পূর্ববর্তী:
« ঘড়ি চুরি
« ঘড়ি চুরি
পরবর্তী:
ঘড়িটাও গেল রে »
ঘড়িটাও গেল রে »
Leave a Reply