মন্টু মিয়া আর তার এক বন্ধু মোবাইল ফোনের প্রতি বিরক্ত হয়ে সিদ্ধান্ত নিল, তারা এখন থেকে প্রাচীনকালের মতো কবুতর দিয়ে কাগজে সংবাদ আদান-প্রদান করবে। যেই ভাবা সেই কাজ। সিলেট থেকে তারা একটি কবুতর কিনে তাকে সংবাদ আদান-প্রদানের প্রশিক্ষণ দিল। এরপর একদিন মন্টু মিয়া কবুতরের পায়ে চিঠি বেঁধে পাঠিয়ে দিল তার বন্ধুর কাছে। কিন্তু ঘণ্টাখানেক পর কবুতরের চিঠিবিহীন ফিরে আসা দেখে মন্টু মিয়া তো ভীষণ রেগে গেল। সঙ্গে সঙ্গে তার বন্ধুকে ফোন করে বলল, ‘আমার সঙ্গে এটা কী ধরনের মশকারা করলে তুমি?’ বন্ধুটি বলল, ‘আরে দোস্ত, এটাই বুঝলে না, আমি তো ওটা মিসকল দিয়েছি!’
Leave a Reply