মন্টু মিয়া সিদ্ধান্ত নিয়েছে, যে বিষয়ে কোনো দিন গবেষণা হয়নি, সেই বিষয় নিয়ে সে পিএইচডি করবে। বিষয়টি নিয়ে ভাবতে ভাবতে একদিন টেবিলের ওপর একটি তেলাপোকা দেখে সে ভাবল, এই তেলাপোকা নিয়েই গবেষণা করতে হবে। মন্টু মিয়া তেলাপোকাটা ধরে টেবিলের ওপর ছেড়ে দিয়ে বলল, ‘দৌড়াও’। অমনি তেলাপোকা সজোরে দৌড়াতে শুরু করল। এরপর মন্টু মিয়া আবার তেলাপোকাটিকে ধরে তার একটি পা কেটে দিয়ে বলল, ‘দৌড়াও’। আবারও তেলাপোকা দৌড়াতে লাগল। আরও একটি পা কেটে দেওয়ার পর দৌড়াতে বললে যথারীতি বেচারা তেলাপোকা দৌড়াল। এভাবে মন্টু মিয়া তেলাপোকার সব কটি পা কেটে দিয়ে দৌড়াতে বলল। কিন্তু এবার তেলাপোকা আর কিছুতেই দৌড়ায় না। তা দেখে মন্টু মিয়া বলল, ‘ইউরেকা! আমার গবেষণা সফল!’ তারপর সে তার থিসিস পেপারে লিখে দিল—‘যখন তেলাপোকার সব কটি পা কেটে ফেলা হয়, তখন তেলাপোকা আর কানে শুনতে পায় না।’
পূর্ববর্তী:
« তেলাপোকা ও পানিফল
« তেলাপোকা ও পানিফল
পরবর্তী:
তেলাপোকা খেতে কেমন »
তেলাপোকা খেতে কেমন »
Leave a Reply