শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন, ‘ইংল্যান্ডের সাইমন ডি মন্টফোর্ট যে পার্লামেন্ট গঠন করেছিলেন, তার নাম ম্যাড পার্লামেন্ট।’
এক ছাত্র উঠে দাঁড়িয়ে বলল, ‘স্যার, সাইমন দারুণ দূরদর্শী ছিলেন, তিনি বহু আগেই বুঝেছিলেন, কালক্রমে পৃথিবীর অনেক পার্লামেন্টই তাঁর আদর্শ অনুসরণ করবে।’
পূর্ববর্তী:
« আদর করতে ইচ্ছে করছে
« আদর করতে ইচ্ছে করছে
পরবর্তী:
আদর্শ পুরুষ »
আদর্শ পুরুষ »
Leave a Reply