রাজনীতিবিদদের চিরাচরিত স্বভাব অনুযায়ী চার্চিলও একাধিকবার দল পরিবর্তন করেছিলেন। ১৯০৪ সালের দিকে তিনি কনজারভেটিভ পার্টি ত্যাগ করে লিবারেল পার্টিতে যোগ দিয়ে সরকারের মন্ত্রীর পদ দখল করলে তাঁর অনেক গুণমুগ্ধ ভোটার বিপক্ষে চলে যান। বিষয়টা একেবারেই পছন্দ করেন না। সে সময় এক অল্প বয়স্ক বাকপটু মহিলা চার্চিলকে বললেন, ‘মিস্টার চার্চিল, আমি আপনার দুটো জিনিস একেবারেই পছন্দ করি না।’
‘কোন দুটো?’ চার্চিল প্রশ্ন করলেন।
‘আপনার নতুন রাজনীতি ও আপনার গোঁফ।’ জবাব দিলেন মহিলা।
চার্চিল মুচকি হাসি দিয়ে শান্ত কণ্ঠে বললেন, ‘ডিয়ার ইয়াং লেডি, ওই দুটোর কোনোটিরই সংস্পর্শে আসার কোনো সম্ভাবনা নেই আপনার।’
পূর্ববর্তী:
« সংস্কৃত ব্যাকরণ
« সংস্কৃত ব্যাকরণ
পরবর্তী:
সংহার »
সংহার »
Leave a Reply