স্বামী মেয়েদের বেশি কথা বলা নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন পড়ে শোনাচ্ছিলেন। সেখানে এক জায়গায় লেখা—মেয়েরা দিনে গড়ে ৩০ হাজার শব্দ উচ্চারণ করে, আর ছেলেরা করে প্রায় ১৫ হাজার শব্দ।
ভদ্রলোকের স্ত্রী বললেন, কারণ, যেকোনো কথা ছেলেদের দুবার করে না বললে তারা শোনে না।
স্বামী: বুঝলাম না, কী বললে আবার বলো তো।
পূর্ববর্তী:
« আবার ফিরতে হবে
« আবার ফিরতে হবে
পরবর্তী:
আবার শুরু থেকে »
আবার শুরু থেকে »
Leave a Reply