সময়ের সঙ্গে তাল মিলিয়ে পণ্যের প্রচারে এসেছে ভিন্নতা। সস্তা জনপ্রিয়তার জন্য ইন্টারনেটভিত্তিক ফরাসি একটি প্রতিষ্ঠান রাস্তায় রাস্তায় টাকা ছিটানোর উদ্যোগ নেয়। নির্দিষ্ট দিনে টাকাসমেত খাম কুড়াতে আইফেল টাওয়ারের কাছে ভিড় জমায় পাঁচ হাজার লোক। নিরাপত্তার কথা ভেবে পুলিশ সেই প্রচারে বাধা দেয়। হতাশ হয়ে বাড়ি ফেরা কয়েকজন ফরাসি কটুকাটব্য করতে ছাড়েনি, টাকা ছিটানোর কথা বলে ব্যাটারা লোক জড় করেছে, আবার পুলিশেও খবর দিয়েছে। প্রচারও হলো, টাকাও বাঁচল। রয়টার্স
সূত্র: দৈনিক প্রথম আলো, ডিসেম্বর ০৭, ২০০৯
Leave a Reply