প্রথমবারের মতো ভোলানাথ গেছেন দিল্লিতে। দিল্লি গিয়ে তিনি প্রথমেই বড় বড় রাস্তা, স্টেডিয়ামগুলো ঘুরে ঘুরে দেখা শুরু করলেন। তো ভোলানাথ বেশ ফুরফুরে মনে ঘোরাঘুরি করতে করতে রাস্তার মধ্যে একটি উঁচু জায়গার সামনে এসে দাঁড়িয়ে গেলেন। তিনি ঠিক ঠাওর করতে পারছিলেন না আসলে এই জিনিসটা কী। পথিমধ্যে এক ভদ্রলোকের সঙ্গে তাঁর দেখা হয়ে গেল। ভোলানাথ ওই ভদ্রলোককে বললেন, ‘দাদা, আপনাদের দিল্লিটা বেশ চমত্কার, চারদিকটা গোছানো। কিন্তু রাস্তার মধ্যে এত্ত বড় বড় স্পিডব্রেকারগুলো কেন বানিয়েছে, তা ঠিক বুঝতে পারছি না। জনগণের চলাচলের অসুবিধা হয়, এটা কি কর্তৃপক্ষ বোঝে না, নাকি?’ ভদ্রলোকের জবাব ‘আরে মশাই, বোকার মতো কথা বলছেন কেন। ওটা তো ফ্লাইওভার।’
পূর্ববর্তী:
« এতো বোঝ মা ঠাট্টা বোঝ না
« এতো বোঝ মা ঠাট্টা বোঝ না
পরবর্তী:
এপ্ৰিল ফুল »
এপ্ৰিল ফুল »
Leave a Reply