শিক্ষক : বল তো পৃথিবীর আকার কী রকম?
ছাত্র : গোলাকার, স্যার।
শিক্ষক : বেশ বেশ! এবার প্রমাণ দাও কী করে বুঝলে যে পৃথিবী গোল।
ছাত্র : ছাত্র জোরালো প্রমাণ আছে, স্যার। প্রথম সাপ্তাহিক পরীক্ষায় পৃথিবী চ্যাপ্টা লিখে শূন্য পেয়েছি। দ্বিতীয় সাপ্তাহিক পরীক্ষায় চৌকোনা লিখেও শূন্য পেলাম। তারপর লিখলাম পৃথিবী লম্বা, তাও আপনি কেটে দিয়েছেন। শেষে অনেক ভেবে চিনে- লিখেছিলাম তিনকোনা, তাও আপনি কেটেই দিলেন। তা হলে আর বাকি রইল কী? গোল হওয়া ছাড়া পৃথিবীর আর তো কোনো উপায় দেখতে পাচ্ছি না।
পূর্ববর্তী:
« পৃথিবীর অবস্থাই তো কেরোসিন
« পৃথিবীর অবস্থাই তো কেরোসিন
পরবর্তী:
পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ »
পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ »
Leave a Reply