পুরুষেরা সারা জীবনে মাত্র ১৭টা বছর নিজের পছন্দমতো জামা-কাপড় কিনতে পারেন। বাদবাকি সময়টা তাদের হয় মায়ের, নয় বান্ধবী বা স্ত্রীর পছন্দের ওপর ভরসা করে চলতে হয়। ব্রিটেনে নামীদামি ব্র্যান্ডের দোকানে সম্প্রতি জরিপ চালিয়ে দেখা গেছে, ১৯ বছর পর্যন্ত ছেলেদের কাপড়চোপড় মা-ই কিনে দেন। ২০ থেকে ৩৬ বছর বয়স পর্যন্ত নিজের রুচির ওপর চললেও, ছত্রিশের পর ফের বান্ধবী বা স্ত্রীই তাদের ভরসা। টেলিগ্রাফ
পূর্ববর্তী:
« পচা স্মৃতিশক্তি
« পচা স্মৃতিশক্তি
পরবর্তী:
পছন্দের ‘স্পট’ »
পছন্দের ‘স্পট’ »
Leave a Reply