অপরাধীদের ধরতে সাধারণত ‘ওয়ানটেড’ লিখে শহরময় পোস্টার সাঁটায় পুলিশ। এবার ঘটনা হয়েছে উল্টো। লন্ডনে ম্যাথু মেনার্ড নামে এক ফেরারি নিজেই পত্রিকায় ছবি ছাপিয়ে বলেছেন, ‘আমাকে ধরুন।’ নিজেদের কাজটা জলের মতো সহজ করে দেওয়ায় পুলিশের কর্তারা যারপরনাই খুশি। ২৩ বছর বয়সী ওই তরুণের ভাষ্য, রাস্তাঘাটে গুলি খেয়ে অপঘাতে মরার চেয়ে এই ভালো। রয়টার্স
পূর্ববর্তী:
« আমাকে ধরতে পারবে কি না
« আমাকে ধরতে পারবে কি না
পরবর্তী:
আমাকে বের করে দিন »
আমাকে বের করে দিন »
Leave a Reply