কাস্টমার: হ্যালো, এটা কি টেক সাপোর্ট?
এজেন্ট: জি, বলুন কীভাবে আপনাকে সাহায্য করতে পারি।
কাস্টমার: আমার কম্পিউটারে যে কাপহোল্ডারটা ছিল, সেটা ভেঙে গেছে। আমার ওয়ারেন্টি এখনো রয়েছে। এখন আমি কীভাবে এটা ঠিক করতে পারি?
এজেন্ট: (অবাক হয়ে) ঠিক বুঝতে পারলাম না, আপনি কি বললেন যে কাপহোল্ডার?
কাস্টমার: হ্যাঁ, কাপহোল্ডারটা পিসির সঙ্গেই তো লাগানো।
এজেন্ট: যদি কিছু মনে না করেন, আপনি কি আমাকে বুঝিয়ে বলবেন যে কাপহোল্ডারটি কি আপনি প্রমোশনাল আইটেম হিসেবে পেয়েছেন কম্পিউটারের সঙ্গে? কাপহোল্ডারটিতে কি কোনো ট্রেডমার্ক আছে?
কাস্টমার: এটা তো আমার কম্পিউটারের সঙ্গে এসেছে। প্রমোশনাল কি না জানি না। এটাতে শুধু লেখা আছে 4X।
এজেন্ট: (বিস্ময়ের হাসি হেসে) স্যার, ওটা ঠিক কাপহোল্ডার নয়, ওটা হলো CD-Rom, যা দিয়ে CD/DVD চালানো হয়।
পূর্ববর্তী:
« কান্নার শব্দ
« কান্নার শব্দ
পরবর্তী:
কাফনের খরচ »
কাফনের খরচ »
Leave a Reply